আরজে প্রত্যয়ের দাফন সম্পন্ন

বেসরকারি রেডিও এবিসির আরজে সামিউল কবির প্রত্যয়ের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন আরজে সালমান।
এর আগে গতকাল সকাল ১১টার দিকে মিরপুরে প্রত্যয়ের বাড়ির একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করেন রূপনগর থানার পুলিশ। প্রাথমিক অবস্থায় এটা স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা এটা তাঁরা বুঝতে পারেননি। তাই মরদেহের ময়নাতদ্ন্ত করার সিদ্ধান্ত নেন এবং গতকালই ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে আরজে প্রত্যয়ের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছিল।
এদিকে প্রত্যয়ের মৃত্যুতে তাঁর সহকর্মী, বন্ধু ও ভক্তদের কেউই বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।
আরজে সালমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার প্রত্যয় ভাই বেঁচে নেই। এটা মানতে অনেক কষ্ট হচ্ছে। অনেক দিন ভাইয়ার সঙ্গে একসঙ্গে খেয়েছি। কখনো তিনি আমাকে বিল দিতে দেননি। অনেক ভালো মানুষ ছিলেন তিনি।’