সালমানের এই নায়িকাকে চিনতে পারছেন?
ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে আয়োজিত বলিউড সুন্দরী ও মার্কিন গায়ক নিক জোনাসের তৃতীয় বিবাহোত্তর অভ্যর্থনায় বসেছিল চাঁদের হাট। প্রিয়াঙ্কা আয়োজিত এই রাজকীয় পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর চলচ্চিত্র অঙ্গনের বন্ধুরা। নেচেগেয়ে সেই পার্টিতে ঝড় তোলেন বি-টাউনের উজ্জ্বল তারকারা।
ওই রাতে বলিউডের তারকারা নববিবাহিত প্রিয়াঙ্কা-নিককে শুভকামনা জানান। অভ্যর্থনায় সবচেয়ে বড় ‘সারপ্রাইজ’ ছিল মহাতারকা সালমান খানের আবির্ভাব। এ ছাড়া ছিলেন নবদম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, আশা ভোঁসলে, করণ জোহর, সারা আলি খানসহ অনেকে।
এসব তারকার বাইরেও যাঁর উপস্থিতি নজর কেড়েছে, তিনি হলেন ‘ওয়ান্টেড’ সিনেমায় অভিনীত সালমান খানের নায়িকা আয়েশা টাকিয়া। একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেখানে আয়েশা টাকিয়াকে একেবারেই ভিন্নরূপে দেখা যাচ্ছে। মনে হচ্ছে, এই অভিনেত্রীকে বেশ কয়েকবার সার্জারি করতে হয়েছে, যে কারণে তাঁকে চেনাই যাচ্ছে না।
সত্যিই কি আয়েশাকে ছুরির নিচে যেতে হয়েছিল? যদি তা সত্য হয়, তবে ভক্তরা নিশ্চয়ই সেই আয়েশার ঝলক আর ফিরে পাবেন না।
আয়েশা টাকিয়া বিয়ে করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমিকে। ২০০৪ সালে ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এ ছবির জন্য তিনি ‘ফিল্মফেয়ার বেস্ট ডেব্যু অ্যাওয়ার্ড’ পান। কয়েকটি দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেন আয়েশা।
বেশ কয়েকটি সিনেমা করলেও বক্স অফিসে খুব একটা ‘হিট’ হয়নি তাঁর সিনেমা। তবে ২০০৯ সালে সালমানের সঙ্গে জুটি বেঁধে করা ‘ওয়ান্টেড’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। কিন্তু বিয়ের পর তাঁকে আর চলচ্চিত্রে খুব একটা দেখা যায়নি।
প্রিয়াঙ্কা-নিকের অভ্যর্থনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনিল কাপুর, অনুপম খের, শহিদ কাপুর, মীরা রাজপুত, ববি দেওল, কিয়ারা আদভানি, পরিণীতি চোপড়া, সানিয়া মির্জা, রাজকুমার রাও, বিদ্যা বালান, কঙ্গনা রানাউত, কাজল দেবগন, হেমা মালিনী, রেখা, জাহ্নবী কাপুর, তারা সুতারিয়া, ইয়ামি গৌতম, ডায়ানা পেন্টি, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, বাণী কাপুর, অদিতি রায় হায়দরি।
চলতি মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি ভারতীয় সনাতন রীতিতে। সূত্র : বলিউড বাবল।