চলে গেলেন গীতিকবি নয়ীম গহর

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিশিষ্ট গীতিকবি নয়ীম গহর। গতকাল রাত ৩টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সপ্তাহখানেক আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাঁকে ভর্তি করানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে তিনি সেখানে ছিলেন বলে জানান তাঁর মেয়ে অভিনেত্রী ইলোরা গহর।
ইলোরা বলেন, ‘বর্তমানে বাবার মৃতদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিকেলে তাঁর জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’
ইলোরা আরো বলেন, ‘২০০০ সালে বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ছয় মাস আগে বাবা আবারও স্ট্রোক করেন। এতে তাঁর স্মৃতিশক্তি লোপ পায়। গত মাসেও তাঁর উরুতে একটি অস্ত্রোপচার করা হয়। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি।’
২০১২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন গীতিকবি নয়ীম গহর। অসংখ্য কালজয়ী গানের গীতিকার তিনি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য দুটি গান হলো ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’।