পূজামণ্ডপ উদ্বোধনে মিম

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সব সময় পূজা ঢাকায় অথবা রাজশাহীতে মামাবাড়িতে করেন। এটা কমবেশি সবার জানা। তবে এবারই প্রথম ঢাকার বাইরে পূজা পালন করতে গেলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সপরিবারে তিনি এখন কলকাতায় অবস্থান করছেন। পূজা তো করছেনই সেই সঙ্গে আর একটি নতুন খবর আছে মিমভক্তদের জন্য। জীবনে প্রথমবারের মতো আজ কলকাতার একটি পূজামণ্ডপ ফিতা কেটে উদ্বোধন করবেন তিনি। কলকাতার বড় আয়োজনের পূজামণ্ডপগুলো তারকারাই সাধারণত উদ্বোধন করেন। আর মিম পূজামণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণ পেয়েছেন ‘ব্ল্যাক’ ছবির প্রযোজক রানা সরকারের মায়ের কাছ থেকে। মুঠোফোনে এমন খবরই জানালেন মিম।
মিম বলেন, ‘আজ রাত সাড়ে ৮টার দিকে পূজামণ্ডপটি উদ্বোধন করব। এটা আমার জীবনের নতুন অভিজ্ঞতা। আমি বেশ উচ্ছ্বসিত।’
পূজায় শাড়ি নয়, এবার তিনি সালোয়ার কামিজ পরবেন বলে ঠিক করেছেন। শুধু পূজা করতেই যে মিম কলকাতায় গিয়েছেন তা নয়। আগামী মাসে কালীপূজায় মুক্তি পাবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। ছবিতে অভিনয় করেছেন মিম। পূজার কয়েকটা দিনে ছবির কিছু কাজও করবেন তিনি।
এদিকে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে পূজা উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানে মিমকে দেখা যাবে। আগামী ২৩ অক্টোবর মিম ঢাকায় ফিরবেন বলে জানান।