এফডিসিতে নাচবেন সেই জাভেদ আর অঞ্জনা

আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার এফডিসির উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হবে দুদিনব্যাপী। আগামী বুধবার প্রথম দিন বর্ণাঢ্য র্যালি দিয়ে শুরু হবে আয়োজনটি। এর পর হবে আলোচনা সভা। এর পরদিন বিকেলে থাকবে তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মূল আকর্ষণ হিসেবে থাকবে ঢাকাই ছবির একসময়কার জনপ্রিয় নায়ক জাভেদ ও অঞ্জনার পরিবেশনা। এ ছাড়া মঞ্চ মাতাবেন মাহিয়া মাহি, নিরব, ইমন, সাইমন সাদিক, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা। এফডিসিতে এখন তাই চলছে মহড়া।
নৃত্য পরিচালক মাসুম বাবুল বলেন, ‘অনুষ্ঠানে মাহি, বিপাশা বা রোমানা নীড় তো সব সময়ই নাচ করে থাকেন। এবার আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ জাভেদ ভাই ও অঞ্জনা আপা। উনারা দুজনই চলচ্চিত্রে নাচের জগতের আইকন। আশা করি, সবাই তাঁদের নাচ পছন্দ করবেন। আমরা সব নাচ বাংলা চলচ্চিত্রের পরিচিত গান দিয়ে সাজাচ্ছি।’
দুদিনব্যাপী অনুষ্ঠান নিয়ে এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আগামী ৩ এপ্রিল আমাদের জাতীয় চলচ্চিত্র দিবস। এদিন আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না। সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমরা পরের দিন ৪ তারিখ বিকেলে করব।’
এদিকে চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে বিএফডিসিতে কয়েক দিন ধরেই চলছে শিল্পীদের নাচের মহড়া। এসব গানের কোরিওগ্রাফি করছেন দেশের খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল। এ ছাড়া রয়েছেন মাইকেল বাবু ও রতন।
প্রতিদিন বিকেল ৩টা থেকে এফডিসিতে নাচের মহড়া হচ্ছে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নাচ পরিবেশন করবেন শিল্পীরা। নাচের মহড়ায় অংশ নিচ্ছেন মাহিয়া মাহি, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, বিপাশা কবিরসহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা