অভিনেতা এ টি এম শামসুজ্জামান লাইফ সাপোর্টে

বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। ছবি : সংগৃহীত
বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে মঙ্গলবার রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তাঁর ভাই সালেহ জামান সেলিম জানান, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বিকেল ৩টার পর একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
গত শুক্রবার অসুস্থ শামসুজ্জামানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার পিত্তকোষে অপারেশন শেষে তাঁকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়।