আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা হুমায়ুন ফরীদি : সুবর্ণা মুস্তাফা
‘হুমায়ুন ফরিদীকে স্মরণ করছি, আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি’- এভাবেই চতুর্থ মৃত্যুবার্ষিকীতে হুমায়ুন ফরিদীকে স্মরণ করলেন তাঁর সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
আজ শনিবার সকালে, ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে ফরীদিকে স্মরণ করে স্ট্যাটাসটি দেন সুবর্ণা।
২০১২ সালে ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরীদি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়েন হুমায়ুন ফরীদি। এরপর পরিচালক নাসির উদ্দিন ইউসুফের ডাকে সাড়া দিয়ে কাজ শুরু করেন ঢাকা থিয়েটারের সঙ্গে।
সেখানেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে সুবর্ণা মুস্তাফার। ১৯৮৪ সালে বিয়ে করেন ফরীদি-সুবর্ণা। তবে তাঁদের দীর্ঘ দুই যুগের সংসার ভেঙে যায় ২০০৮ সালে।
বিচ্ছেদের পর পরিচালক বদরুল আনাম সৌদকে বিয়ে করেন সুবর্ণা মুস্তাফা। তবে জীবনের শেষ দিন পর্যন্ত একাই ছিলেন ফরীদি।