ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে সেরা রাধিকা আপ্তে
অভিনয়ের গুণ এমনই, যার প্রাপ্তি নিমেষেই দেশ ছাড়িয়ে চলে যেতে পারে ভিনদেশের সীমানায়। বলিউডের আলোচিত তারকা রাধিকা আপ্তে যুক্তরাষ্ট্রের ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন। এনডিটিভির খবরে জানা গেল, অ্যান্থোলজিক্যাল (আলাদা আলাদা বেশ কয়েকটি গল্প মিলিয়ে একটি সিনেমা) সিনেমা ‘ম্যাডলি’তে অভিনয়ের সুবাদে এই সম্মাননা পেয়েছেন তিনি।
এই ছবিতে রাধিকা যে গল্পটিতে ছিলেন, সেটির নাম ‘ক্লিন শেভেন’। এই গল্প তথা সেগমেন্টটি রচনা ও পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ। ‘ম্যাডলি’ ছবিতে পরিচালনার কাজ করেছেন আরো পাঁচজন পরিচালক।
ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী রাধিকা আপ্তের জন্ম ১৯৮৫ সালের ৭ সেপ্টেম্বর। অভিনয় করেছেন বাংলা, তেলেগু, তামিল, মালয়ালম ও ইংরেজি ভাষার ছবিতে। নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক ছবিতে অভিনয় করে চলেছেন এখন।
বলিউডে সু-অভিনেত্রী হিসেবে কুঁড়িয়েছেন নাম। সেইসাথে, আবেদনের পাল্লাতেও তাঁর সহজাত আকর্ষণী ক্ষমতা। ‘বদলাপুর’-এর পর সুজয় ঘোষের ‘অহল্যা’। এরপরই নওয়াজউদ্দিনের বিপরীতে ‘মাঁঝি : দ্য মাউন্টেন ম্যান’ ছবির সুবাদে পেয়েছেন দারুণ প্রশংসা। রাধিকাকে এ সময়ের ‘সেনসেশন অব দ্য টাউন’ বললেও তাই ভুল হবে না। ভারতীয় ছবির প্রবাদপুরুষ, সুপারস্টার রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন ‘কাবালি’ ছবিতে, যেটি কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে।