সত্যজিতের প্রিয় ৪৬ রবীন্দ্রসঙ্গীত
ছোটবেলায় থেকেই গান শোনার কান তৈরি হয়েছিল সত্যজিৎ রায়ের। দেশি-বিদেশি নানা রকম গান শুনতেন। সঙ্গীতে নিজের দখলের স্বাক্ষর রেখেছিলেন নিজের বিভিন্ন ছবির সঙ্গীত পরিচালনার কাজটি করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিলে সত্যজিৎ। তাঁর বিভিন্ন গল্প নিয়ে সিনেমাও বানিয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথের গানও শুনতেন বিস্তর।
সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে ১৯৯৮ সালের ২ মে, কলকাতার ‘আনন্দলোক’ ম্যাগাজিন বের করেছিল তাঁকে নিয়ে বিশেষ সংখ্যা ‘মানিক বাবু’। গুণী নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ছিলেন সে সময়ে আনন্দলোকের সম্পাদক।
সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় সম্পর্কে ছিলেন তাঁর মামাতো বোন। সহধর্মীনির চেয়েও ভালো করে তিনি চিনতেন সত্যজিৎকে। ১৯৯৮ সালে প্রকাশিত আনন্দলোকের বিশেষ সংখ্যায় সত্যজিৎ রায়ের প্রিয় ৪৬টি রবীন্দ্রসঙ্গীতের তালিকা দিয়েছিলেন বিজয়া রায় স্বয়ং। সেই তালিকাটি হুবহু প্রকাশ করা হলো :
সত্যজিতের প্রিয় ৪৬
১. অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে
২. আনন্দধনি জাগাও গগনে
৩. আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি
৪. আমার মুক্তি আলোয় আলোয়
৫. আমি চিনি গো চিনি তোমারে
৬. আহ্বান আসিল মহোৎসবে
৭. এ কী লাবণ্যে
৮. এ পরবাসে রবে কে
৯. এখনো গেল না আঁধার
১০. ওই মহামানব আসে
১১. কার মিলন চাও বিরহী
১২. কে বসিলে আজি
১৩. কে যায় অমৃতধামযাত্রী
১৪. কেমন করে গান কর হে গুণী
১৫. কোথা বাইরে দূরে যায় রে উড়ে
১৬. কোথা যে উধাও হলো
১৭. খেলার সাথী বিদায়দ্বার খোলো
১৮. চিনিলে না আমারে কি
১৯. চিরসখা, ছেড় না মোরে
২০. ছায়া ঘনাইছে বনে বনে
২১. জয় তব বিচিত্র আনন্দ
২২. জয় হোক, জয় হোক নব অরুণোদয়
২৩. তার অন্ত নাই গো
২৪. তাঁহারে আরতি করে
২৫. তিমিরদুয়ার খোলো
২৬. তোমার আমার এই বিরহের অন্তরালে
২৭. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে
২৮. দিন ফুরাল হে সংসারী
২৯. দীপ নিবে গেছে মম
৩০. ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর
৩১. প্রথম আদি তব শক্তি
৩২. বন্ধু রহো রহো সাথে
৩৩. বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
৩৪. বাণী তব ধায়
৩৫. বাহিরে ভুল হানবে যখন
৩৬. বিমল আনন্দে জাগো রে
৩৭. ভুবনেশ্বর হে
৩৮. মন্দিরে মম কে
৩৯. মম চিত্তে নিতি নৃত্যে
৪০. মরি লো মরি, আমায় বাঁশিতে
৪১. মহারাজ, একি সাজে
৪২. মোর বীণা ওঠে কোন সুরে বাজে
৪৩. যদি প্রেম না দিলে প্রাণে
৪৪. যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি
৪৫. শান্ত হ রে মম চিত্ত নিরাকুল
৪৬. হৃদয়বাসনা পূর্ণ হলো