শিমলার নিষিদ্ধ প্রেম

ঢাকা ও এর আশপাশের এলাকায় শুটিং চলছে রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রের। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ম্যাডাম ফুলিখ্যাত শিমলা ও ঘেটুপুত্র কমলাখ্যাত মামুন। গত বছরের আগস্ট মাস থেকে ঢাকার বিভিন্ন স্থান ও মানিকগঞ্জে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটির শুটিং হয়েছে।
ছোট একটি বিরতির পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বাকি শুটিং শেষ করার কথা রয়েছে। তিনি জানান, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিং আমরা প্রায় শেষ করে ফেলেছি, আউটডোরের শেষ পর্যায়ের শুটিং বাকি। আগামী রোববার ৮ ফেব্রুয়ারি ঢাকার কিছু লোকেশনে শুটিং করার কথা থাকলেও এখন করতে পারব বলে মনে হচ্ছে না। দেশের এই অবস্থায় কেউ শুটিং করতে সাহস পাচ্ছেন না। ক্যামেরা হাউস থেকে ক্যামেরা দিতে চাচ্ছে না। শিমলা বা অন্য অভিনয়শিল্পীরা শুটিংয়ে আসতে সাহস পাচ্ছেন না।’
পরিচালক বর্তমান অবস্থার উল্লেখ করে আরো বলেন, ‘প্রতিদিন যেভাবে মানুষ পুড়ে মরছে তাতে আমরাও কাউকে জোর করে আসতে বলতে পারছি না। প্রযোজক শুটিং করতে ভয় পাচ্ছেন, আমাদের টাকা গেলে সমস্যা ছিল না কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?’
পরিচালক জানান, এই শুটিং শেষ করতে পারলে ফেব্রুয়ারি মাসেই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে চান তাঁরা। দেশের অবস্থা স্বাভাবিক না হলে আরো অনেক পরিচালক ও প্রযোজকই বিপদে পড়বেন বলে জানান আনুশ।
‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রের চলচ্চিত্রে দেখা যাবে, ৩০ বছর বয়সের শিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। আর এই বিষয়টি নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। ছবির কাহিনী লিখেছেন আনুশ। আশা তিশা প্রযোজিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
আগামীকাল ৭ ফেব্রুয়ারি থাকছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির ফটোগ্যালারি