এনটিভি অনলাইনকে তাহসান পড়শির শুভেচ্ছা

পহেলা ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটেছে দেশের নতুন অনলাইন পত্রিকা এনটিভি বিডি ডট কমের। তখন থেকেই বিভিন্ন অঙ্গনের তারকারা শুভেচ্ছা জানিয়ে চলেছেন এনটিভি অনলাইনকে। সেই শুভেচ্ছা জানানোর পালা চলছে এখনো। এরই ধারাবাহিকতায় এনটিভি অনলাইনকে শুভেচ্ছা জানিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী তাহসান ও পড়শি। অনেক ব্যস্ততার মাঝেও তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই অনলাইন পত্রিকাকে। আর আধুনিক মানুষ হিসেবে দুজনেই নিয়মিত ইন্টারনেটে পত্রিকা পড়েন। ব্যস্ত তারকা বলে অনেক সময়ই টেলিভিশনের অনুষ্ঠান দেখতে পারেন না। কিন্তু এখন এনটিভি অনলাইনে এনটিভির সকল অনুষ্ঠান ও খবর দেখতে পারবেন জেনে খুবই খুশি হন তাঁরা। চলুন তাহসান ও পড়শির মুখ থেকেই শুনি তাঁদের প্রতিক্রিয়া।
তাহসান
সংগীতশিল্পী
এনটিভি বিডি ডট কমের প্রতি আমার চাওয়া তারা যেন বস্তুনিষ্ঠ খবর উপস্থাপন করে এবং পরিচ্ছন্ন বিনোদনও যেন আমরা পাই। অনেক শুভকামনা।
পড়শি
সংগীতশিল্পী
এনটিভি বিডি কমের প্রতি অনেক অনেক শুভকামনা। আমি আশা করব এনটিভি অনলাইনে আমরা গানের অনেক ভালো খবর পাব এবং মিউজিক ভিডিও দেখতে পাব।