নিশোর পর এবার সিনেমায় মেহজাবীন!
ছোট পর্দার তারকা অভিনেতা আফরান নিশোর পর এবার সিনেমায় নাম লেখাচ্ছেন মেহজাবীন চৌধুরী। সম্প্রতি নির্মাতা শঙ্খ দাশগুপ্তের একটি সিনেমার শুটিংয়ে অংশও নিয়েছেন এই অভিনেত্রী।
এনটিভি অনলাইনকে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে জানাচ্ছে, নারীপ্রধান চরিত্র নিয়ে এর গল্প। এ ছবিতে মেহজাবীনের বিপরীতে কোনো নায়ক নেই। তিনিই মুখ্য চরিত্র।
যদিও এই প্রসঙ্গে মেহজাবীনের কোনো বক্তব্য মেলেনি। আর পরিচালক শঙ্খ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বিষয়টি নিশ্চিত না করে এড়িয়ে যান।
এতদিন সিনেমায় কাজ করা প্রসঙ্গে মেহজাবীন বলছিলেন, ‘সে রকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্র করব। আগে তো ব্যতিক্রম কিছু হতে হবে, ব্যাটেবলে মিলতে হবে। এর পরই-না চলচ্চিত্র!’
মেহজাবীন চৌধুরীর ওটিটি (ওভার দ্য টপ) যাত্রা শুরু হয়েছিল ‘রেডরাম’ ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর থেকে ওয়েব দুনিয়ায় নিয়মিত এই অভিনেত্রী।