দেশে ফিরছেন শাবনূর, ফিরছেন সিনেমায়?
চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিন বছর পর সম্প্রতি দেশে এসেছেন নায়িকা।
জানা গেছে, পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কারণ, জমে থাকা কাজগুলো নিরিবিলি সেরে ফেলতে চান।
দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। অনেক। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’
গুঞ্জন আছে, বিরতির পর অভিনয়ে ফিরছেন শাবনূর। সেই সিনেমা তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। যদিও এই বিষয়ে নিজ মুখে কিছু বলেননি তিনি।
আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। ৪৫ বছরে পা রাখলেন তিনি। অনেক বছর সিনেমায় না থাকলেও তার জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং অনুরাগীরাও প্রিয় অভিনেত্রীর পর্দায় ফেরার অপেক্ষায় আছেন।