পিত্তথলিতে পাথর হলে যেসব সমস্যা হয়

শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ পিত্তথলি। এর কাজ কী এবং পিত্তথলিতে পাথর হলে কী ধরনের সমস্যা হয়? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৯৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সরদার এম নাঈম। বর্তমানে তিনি জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত গলব্লাডারের কাজ কী? পাথর হওয়ার পর তার কী সমস্যা হয়?
উত্তর : লিভারে পিত্তরস তৈরি হয়। পিত্তরস পিত্তথলিতে আসে এবং এটি ঘন হয়। এই ঘন হওয়ার প্রক্রিয়াটি পিত্তথলিতে হয় এবং ঘন অবস্থায় পিত্তথলি ঘন রসকে সংরক্ষণ করে। যখন আমরা বেশি খাবার খাই, চর্বিযুক্ত খাবার যখন বেশি থাকে, তখন একটি হরমোনাল সিগন্যাল দিয়ে সেখান থেকে ঘন রস এসে চর্বিজাতীয় খাবারকে পরিপাক করতে সাহায্য করে। এই কাজ করার সময় পিত্তথলিতে পাথর জমে। পিত্তথলির ঘন হওয়ার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু পাথর তৈরি হয়।
আমরা যদি যেকোনো একটি রস ঘন করতে থাকি, নিচে ক্রিস্টাল পড়তে পারে। ঠিক সে কারণেই পিত্তথলির মধ্যে ঘন হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছোট্ট ক্রিস্টাল তৈরি হয়ে, সেখান থেকেই আস্তে আস্তে পাথর বাড়ে। সেটা একটা বড় পাথরও হতে পারে। আবার মাছের ডিমের মতো ছোট হাজারটা পাথর হতে পারে।
পৃথিবীর নানা দেশে বিভিন্নভাবে এর প্রাদুর্ভাব দেখা যায়। বাংলাদেশ ও ভারতে আমরা পিত্তথলির পাথরের সমস্যা খুব দেখতে পাই। সুতরাং আমাদের দেশে এর সঙ্গে একটু চর্বিযুক্ত খাবার খাওয়ার যে প্রবণতা, একেও আমরা কিছুটা দায়ী করতে পারি।
এখন কী অসুবিধা হতে পারে, যদি পাথর হয়? যখন এই ঘন হওয়ার প্রক্রিয়ায় ব্যাঘাত হয়, তখন এক ধরনের হজমের সমস্যা হতে পারে। পরিপাকে সমস্যা হতে পারে।
কখনো একটি বেশি চর্বি খেলে হজমে অসুবিধা হতে পারে। মাঝেমধ্যে যখন কনট্রাকশন হয়, তখন একটি ব্যথা হয়। পাথর থাকলে ব্যথা অবশ্যই হবে। একে আমরা কলিকি পেইন বলি।
পিত্তথলির অবস্থান হলো পেটের ডান দিকে লিভারের ঠিক নিচে। ডান দিকে লিভার থাকে। এটি একটি বিরাট অঙ্গ। সুতরাং তার নিচেই, লিভার থেকে পিত্তরস তৈরি হয়ে, নিচেই গলব্লাডারে যখন কমন ডাগ দিয়ে এসে ঢুকে, তখন এর মধ্যে পিত্তরস জমা হয়, ঘন হয়। আবার যখন চর্বিজাতীয় খাবার বেশি পরিপাক করার প্রয়োজন হয়, কমন ডাগ দিয়ে ডিওডেনামে এই পিত্তরস চলে আসে। পাথর হওয়ার সঙ্গে চর্বিজাতীয় খাবারের একটি সংযোগ থাকে। এগুলো আমরা খুব নিশ্চিত করে বলতে পারি না।