ঈদ ভ্রমণে শিশুদের যত্ন নিন

ঈদের ছুটিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে আমরা নানা জায়গায় বেড়াতে যাই বা নাড়ির টানে বাড়িতে যাই। এ সময় সঙ্গে শিশুরাও থাকে। তবে তাড়াহুড়ো, আনন্দ সবকিছুর মধ্যে শিশুরা কখনো কখনো একটু অবহেলিত হয়ে পড়ে। তবে শিশুদের যত্নটা একটু বেশিই নেওয়া প্রয়োজন।
এই সময়ে শিশুদের যত্নের বিষয়ে কথা বলেছেন শিওর সেল মেডিকেলের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক ডা. তাওহীদা রহমান ইরিন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪০তম পর্বে অনুষ্ঠানটি প্রচারিত হয়।
প্রশ্ন : এই সময় শিশুদের ক্ষেত্রে কী কী সাবধানতা নিতে হবে।
উত্তর : শিশুরা চার দেয়ালে বন্দি থেকে যখন একটি খোলা জায়গায় যায়, তাদের আনন্দ অনেক বেড়ে যায়। তবে এর মধ্যেও শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তার পোশাক, খাবারদাবার, কোন ধরনের জিনিস ব্যবহার করছে সবকিছুর ওপরে খেয়াল রাখতে হবে। আর শরতে কিন্তু ফুল ফোটে, এর সঙ্গে অ্যালার্জেন বেড়ে যায়। হঠাৎ করে পরিবেশগত পরিবর্তনের কারণে পোলেন অ্যালার্জি হয়। যেকোনো নতুন জায়গায় কিন্তু পোকামাকড়ের কামড় ইত্যাদি সমস্যাগুলো বেশি হয়। তাই একটু ফুলহাতা আরামদায়ক পোশাকে থাকতে হবে সন্ধ্যার পর। আর বাচ্চার খাবারদাবারের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে।