শিশুর দাঁতে যেসব সমস্যা হয়

শিশুর দাঁত ক্ষয় থেকে শুরু করে আঁকাবাঁকা হওয়া ইত্যাদি সমস্যা হয়। শিশুর দাঁতের বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৫তম পর্বে কথা বলেছেন ডা. খালেদা আক্তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় সামনের দিকের দাঁতকে আমরা ক্ষয় হতে দেখি। সেটির কারণ আসলে কী?
উত্তর : ছয় মাস বয়সে অনেক সময় বাচ্চাদের বোতলে দুধ খাওয়ানো হয়। তখন একটি সমস্যা হয়। একে আমরা নার্সিং বোটল ক্যারিজ বলি। আসলে আমাদের সবকিছুরই তো একটি প্রাকৃতিক ধারাবাহিকতা থাকে। রাতের বেলা স্যালাইভারি ফ্লো (লালার প্রবাহ) কমে যায়। তো, তখন তাদের চিনিসহ যে দুধটা দেওয়া হয় বা জুস বা কিছু দেওয়া হয়, সেটি দাঁতের সঙ্গে আটকে থাকে। সে জন্য আমরা সাধারণত বলি, রাত ১২টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাচ্চাদের বোতল ফিডিং দুধ বা জুস দেওয়া উচিত নয়। তখন দাঁতে সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। শিশুদের দাঁত অনেক জরুরি। ভবিষ্যতে তার পুষ্টি বা মুখের আকৃতি বা কথা বলা সবকিছুর জন্য শিশুদের দাঁতের প্রয়োজন পড়ে।
প্রশ্ন : শিশুদের দাঁতে আর কী কী সমস্যা হয়?
উত্তর : শিশু যখন জন্মায়, শুরুতে একটি দাঁত নিয়ে জন্মায়। সেটা হলে ভয়ের কিছু নেই। এটাও জন্মাতে পারে। তবে তার পরে দাঁতটা ফেলে দেওয়াটা ভালো। এতে শিশুর দুধ খেতে সমস্যা হয়। তখন এটা ফেলে দিলে ভালো। এর পর যখন দেখা যায় শিশুরা যখন আস্তে আস্তে বড় হয়, তখন নার্সিং বোটল ক্যারিজ হতে পারে। এর পর আস্তে আস্তে শিশুরা যখন দাঁতের যত্ন নেয় না, তখন ক্যারিজ (ক্ষয়) থাকেই।
এ ছাড়া আঘাতপ্রাপ্ত হয়ে সমস্যা হতে পারে। চলার সময় দেখা যায় ব্যথা পেয়ে দাঁতটা নড়বড়ে হয়ে যায় বা দাঁতের কোনো অংশ ভেঙে ফ্র্যাকচার হয়ে যায়। শিশুদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দাঁতটা ঠিক রাখতে হবে। এই দাঁত পরে যে স্থায়ী দাঁত, সেটার জায়গাটা সে নিয়ে নেয়। আগের দাঁতের জায়গা অনুযায়ী পরের দাঁতের আকারটা এসে যায়।