শিশুদের দাঁতের ক্ষেত্রে কত দিন পর চিকিৎসকের কাছে যেতে হয়?

সাধারণত প্রতিবছর অন্তত একবার দন্ত্য চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। এটি শিশুদের বেলায়ও করা প্রয়োজন। এতে দাঁতের কোনো সমস্যা হলে সেটি প্রাথমিক অবস্থাতেই সমাধান করা সম্ভব হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৬৫তম পর্বে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদা আক্তার।
প্রশ্ন : শিশুদের দাঁত ক্ষয় হওয়ার পরও মা-বাবা শিশুকে চিকিৎসা করান না। এ বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : সামাজিকভাবে মা-বাবারা এর যত্ন হয়তো নেন না। শিশুদের দাঁত যেটি রয়েছে, সেটি পরবর্তী স্থায়ী দাঁতের দিক নির্দেশনা করে। ওই দাঁতের নিচে স্থায়ী দাঁতটা চলে আসবে। ক্যারিজ বা যদি কোনো ক্ষয়রোগ হয়, তাহলে অবশ্যই সময়মতো যেতে হবে। আট থেকে নয় বছরের মধ্যে সব দাঁতই যেন শিশুদের মুখে থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। শিশু তো শিশুই। তবে এসব ক্ষেত্র অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি।
প্রশ্ন : কত দিন পর চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : শিশু তো আসলে চিকিৎসকের কাছে যেতে ভয় পায়। সাধারণত ছয় বছরের আগে যেন কোনো বাচ্চাকে দাঁতের ডাক্তারের কাছে না নিয়ে আসতে হয়। ছয় বছর পর থেকে ছয় মাস বা এক বছর পর পর চিকিৎসকের কাছে আসতে হবে। এতে কোনো সমস্যা হলে প্রাথমিকভাবেই সমাধান করা সম্ভব হবে, দাঁত ভালো থাকবে।