মানসিক বিকাশে গর্ভাবস্থায় করণীয়

মানসিক বিকাশ শুরু হয়ে যায় মায়ের গর্ভে থাকার সময় থেকেই। মা সুন্দর পরিবেশের মধ্যে থাকলে শিশুর মানসিক গঠন ভালো হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস। বর্তমানে তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
এনটিভি : শিশুর মানসিক বিকাশে শিশু মাতৃগর্ভে থাকাকালীন মায়ের কী ভূমিকা রয়েছে?
ডা. ফাহমিদা ফেরদৌস : যেহেতু মা পরিবারের সঙ্গে সংযুক্ত, আমরা মাকেসহ পরিবারের সবাইকে বলি যেন মা নিয়মিত চেকআপে যায়। পরিবারের সবাই যেন তাকে মানসিকভাবে সহযোগিতা করে। তাদের মধ্যে যেন আবেগীয় সম্পর্কটা ভালো হয়, তাকে যেন যত্নআত্তি করে। মায়ের মন যদি ভালো থাকে, তাহলে তো তার মানসিক গঠন এমনিই ভালো হবে। জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মৌলিক গঠনটি হয়ে যায়। তখন থেকে আমরা বলি যে পরিবারের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, আনন্দ, মমতা, এগুলোই একটি শিশুর শিক্ষার সঙ্গে সংযুক্ত হয়। যেই শিক্ষাটা পরিবার থেকে সে পাবে, সে শিক্ষাটাই পরে চলতে থাকবে। এই শিক্ষা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। যদি চর্চাটা ভালো হয়, তাহলে সাইনাপটিক যে কানেকশন রয়েছে, সেই কানেকশনগুলো অটুট থাকবে। আর যে কানেকশনগুলো কম ব্যবহৃত হবে সেগুলো একসময় ডিলিট (হারিয়ে) হয়ে যাবে।