ঋতু পরিবর্তনের সময় শিশুদের যেসব রোগ হয়

শীত পড়ে গেছে হালকা। গরম থেকে শীত শুরু হওয়া বা ঋতু পরিবর্তনের এই সময়টায় বিভিন্ন রোগব্যাধি হয়।
শিশুদের এই সময়ের রোগব্যাধি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৫তম পর্বে কথা বলেছেন ডা. আবিদ হোসেন মোল্লা। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে শিশু বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুদের কোন রোগগুলো এই সময়ে বেশি হয়?
উত্তর : বাচ্চারা যেসব সমস্যায় ভুগছে তার মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যাটাই বেশি। বেশির ভাগ ক্ষেত্রে সর্দির কারণে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো তাদের ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে শ্বাসকষ্ট হচ্ছে। যেসব শিশু অ্যাজমাপ্রবণ, তাদের কিন্তু এই সময় অ্যাজমা অ্যাটাক হঠাৎ বেড়ে যাচ্ছে। এগুলো হলো একটি দিক।
গ্রামাঞ্চলে কিন্তু শীত বেশি পড়ে গেছে। সেসব জায়গায় মানুষজন শীত থেকে নিজেদের আরাম দেওয়ার জন্য, কোথাও কোথাও আগুন পোহানোর ব্যবস্থা করছে। আগুনের ধোঁয়া কিন্তু সেই অ্যাজমাপ্রবণ শিশু, যারা গ্রামে-গঞ্জে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের জন্য খারাপ। এই আগুন থেকে অনেক সময় আগুনে পোড়ার সমস্যাও হয়। ঢাকা মেডিকেল কলেজের দিকে যদি অনেক সময় আপনি যান, তাহলে দেখবেন অনেক ছেলেমেয়ে চলে এসেছে পোড়া নিয়ে। এই ধরনের সমস্যাগুলোই সাধারণত শীতকালে শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এগুলো থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে শিশুর অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।