শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ান

শিশু জন্মের পরপর যেই জিনিসটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সেটি হলো পুষ্টি। তাই জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের বুকের দুধ দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯২৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নবজাতকের যত্ন ও পরিচর্যা বলতে কী বোঝায়?
উত্তর : নবজাতকের প্রথম যেই জিনিসটি প্রয়োজন হয়, সেটি হলো পুষ্টি। এরপর তার তাপমাত্রা যেন ঠিক থাকে, সেটি দেখতে হবে। এরপর তার খাওয়া-দাওয়া, শ্বাস-প্রশ্বাসটা দেখতে হবে। আমরা বাচ্চা জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ দিতে বলি। মায়েরা জিজ্ঞেস করে, সিজার হলে কীভাবে দেবো? সিজার হলে কোনো অসুবিধা নেই। একদিকে সিজার হবে, আরেক দিকে সিস্টাররা মাকে সাহায্য করবে শিশুকে দুধ খাওয়াতে। মা দুধ পান করাতে পারবে। জন্মের এক ঘণ্টার মধ্যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে হবে।
প্রশ্ন : শালদুধ শিশুটি পাচ্ছে কি না, সেটি বোঝা যাবে কী করে?
উত্তর : জন্মের এক ঘণ্টার মধ্যে বুকের দুধ খেলে প্রায় ৩০ হাজার বাচ্চা বেঁচে যায়। মায়ের শালদুধটা শুরুতে বের হয়। শালদুধ ২৪/৪০ ঘণ্টা পর্যন্ত থাকে। শালদুধ বাচ্চার জন্য একটি টিকার মতো। বাচ্চাকে এই দুধ খাওয়ালে রোগ প্রতিরোধক শক্তি অনেক বাড়ে। অনেক সময় মায়েরা জিজ্ঞেস করে, ‘বাচ্চা দুধ পাচ্ছে না। কী করব? বাচ্চাকে আমি কৃত্রিম দুধ খাওয়াই।’ কিন্তু আমরা বলি ‘না’। মাকে বেশি বেশি করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে।