আঁচড় লাগলে করণীয়

প্রতিটি শিশুই কমবেশি কাটা, আঁচড় লাগা ইত্যাদি সমস্যার শিকার হয়। খেলতে গিয়ে বা অসাবধানতাবশত কোনো কাজ করতে গিয়ে সাধারণত এ ধরনের সমস্যায় পড়তে হয় তাদের। শিশুর কোথাও আঁচড় লাগলে করণীয় বিষয়ে জানানো হলো।
আঁচড় লাগা স্থানটি সাবানপানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। যেহেতু আঁচড় খুব একটা গভীর হয় না, তাই এ ক্ষেত্রে সেলাই দেওয়া বা বাটারফ্লাই ব্যান্ডেজের দরকার হয় না। আঁচড় থেকে রক্ত পড়লে বা ব্যথা করলেও ভয়ের তেমন কিছু নেই, যদি না সেটি খুব গভীর, নোংরা ও সংখ্যায় অনেক হয়।
আঁচড়ের উৎসটা কোথায় দেখতে হবে
যদি কোনো ধাতু বা মানুষ অথবা পশুর নখে আঁচড় লাগে, তাহলে শিশুর টিটেনাসের টিকা ঠিকমতো নেওয়া আছে কি না, দেখতে হবে। টিকা না নেওয়া থাকলে তা নিয়ে নিতে হবে। কেননা, ঝুঁকি খুব কম হলেও আঁচড় থেকে টিটেনাস হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।