শিশুকে টিকা দিতে ভয়?

টিকা দিলে শিশুর পার্শ্ব প্রতিক্রিয়া হয়- এ ভাবনা থেকে অনেক অভিভাবকই শিশুকে টিকা দিতে চান না, ভয় পান। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেক সময় টিকা দেওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়। এই ভয়ে মা-বাবারা শিশুকে টিকা দিতে চান না। এ বিষয়ে আপনার পরামর্শ কী?
উত্তর : আসলে ভ্যাকসিনের এই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য। আসলে হয়ই না বলতে গেলে। তাই অবশ্যই বাচ্চাকে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দিতে হবে, রোগ প্রতিরোধক শক্তিগুলো বাড়াতে হবে। না হলে সেই রোগটা শিশুর হয়ে যাবে, সেটি তো থামানো যাবে না। রোগটা তো সারা জীবনের জন্য ওকে বিকলাঙ্গ করে ফেলবে। অতএব টিকা দেওয়াটা জরুরি সবার জন্য।
অনেক সময় টিকার পর একটু জ্বর আসে না যে তা নয়। একটু হালকা জ্বর আসতে পারে। এই জন্য কেবল নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ালেই হয়ে যায়। এই জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় টিকার কারণে জ্বর আসছে, না কি ভাইরাল ফিবারের কারণে জ্বর আসছে বোঝা যায় না। অনেক সময় জ্বর জ্বর লাগে। টিকা দেওয়ার পর হয়তো জ্বর চলে আসে। তবে টিকার কারণে জ্বর আসছে সেটি কিন্তু নয়।