শিশু কানে শুনছে কি না কীভাবে বুঝবেন?

একটি শিশুর সার্বিক সুস্থতার জন্য শারীরিক ও মানসিক বিকাশ ভালোভাবে হওয়া প্রয়োজন। এই বিকাশের মধ্যে কানে শোনার বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক শিশুরই কানে না শোনার সমস্যা হয়ে থাকে। শিশু কানে না শুনলে সেটি বোঝার উপায় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক সৈয়দ খায়রুল আলম। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর মানসিক বিকাশের সমস্যায় কখন চিকিৎসকের কাছে যেতে হবে?
উত্তর : প্রায় প্রত্যেক মা-ই এসে আমাদের কাছে প্রশ্ন করেন, ‘আমার শিশুটি সুস্থ আছে কি না। তার বৃদ্ধি ও মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না।’ এটা সবারই একটি উদ্বেগের বিষয়। আমরা দেখি অন্য স্বাভাবিক শিশুর সঙ্গে তার কোনো মানসিক সমস্যা রয়েছে কি না। সেটি দেখেই আমরা বুঝি তার মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কি না।
প্রশ্ন : সেই ব্যবস্থাপনায় কী দেখেন?
উত্তর : নবজাতক শিশুর প্রথম দিকে হয়তো বোঝা যাবে না। কিন্তু চার সপ্তাহ হওয়ার পর শিশুটি কিন্তু মায়ের দিকে তাকাবে। ছয় সপ্তাহ বয়স থেকে হাসি দিয়ে মায়ের হাসির প্রত্তুত্তর দেবে। একটি শিশু বসতে শিখবে ছয় মাস বয়সে। কিছু সহযোগিতা দিয়ে বসবে। আট মাস বয়সে কিন্তু ছেড়েই বসবে। এরপর এক বছর বয়সে দাঁড়ানো শিখবে। দেড় বছর বয়সে হাঁটা শিখবে। সেই সঙ্গে সূক্ষ্ম কাজ গুলো, যার সঙ্গে মানসিক কার্যক্রম দরকার হয় সেগুলো করবে। যেমন হাতে জিনিস নিতে দেখি। পাঁচ মাস বয়সে একটি শিশু হাত বাড়িয়ে একটি জিনিস ধরতে শুরু করে। সেই জিনিসটি এক হাত থেকে আরেক হাতে নিয়ে যায় সাত-আট মাস বয়সে। আরেকটু বড় হলে সে বোতাম লাগানো, কাপড় পরানোএগুলো করে।
কলম কাগজ যদি হাতে দিয়ে দেই, শিশু আঁকতে পারছে। গোল একটি ছবি আঁকতে পারছে। এটা হয় চার বছর বয়সে। এরপর আরো কিছু কার্যক্রম দেখি।
প্রশ্ন : শিশু কানে শুনছে কি না ছোটবেলা থেকে বোঝার উপায় কী?
উত্তর : একদম ছোটবেলায় বোঝা একটু কঠিন। একটি ছোট শিশুও কিন্তু একটি শব্দ শুনলে আঁতকে ওঠে। কানে না শুনতে পেলে সেটি হবে না। আরো একটু বড় হলে ছয় মাস বয়স থেকে কানের পরীক্ষা করা হয়। যেখানে শব্দ হয় সেখানে মুখটা ঘুরালো কি না সেটি দেখি। আরো কিছু শোনার পরীক্ষা রয়েছে সেগুলো করে বুঝতে পারি যে ঠিক আছে কি না। বাচ্চা কিন্তু ভাষা শেখে ধীরে ধীরে। একটি শিশু চার মাস বয়সে একটু একটু আধো আধো বলে। আবার আরেকটু বড় হলে যুক্ত শব্দ বলতে শিখবে। দেড় বছরের মধ্যে অর্থ বোধক শব্দ বলতে শিখবে। সেগুলো না শিখলে বুঝতে হবে যে তার কানে হয়তো অসুবিধা থাকতে পারে।