শিশুর মানসিক বিকাশে পরামর্শ

একটি শিশুকে সুস্থভাবে গড়ে তুলতে মানসিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর মানসিক বিকাশের জন্য কী করণীয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক সৈয়দ খায়রুল আলম।
বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পেডিয়াট্রিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর মানসিক বিকাশে পরামর্শ কী?
উত্তর : শিশুর মানসিক বিকাশে তাকে সময় দিতে হবে। বাচ্চার সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। আসলে মানসিক বিকাশের জন্য উদ্দীপকের প্রয়োজন। শিশুকে রং চেনাতে হলে তো নানা রকম রং সামনে দিতে হবে। আর সেটা ইউটিউব দেখিয়ে নয়। ইউটিউব থেকে হয়তো ছড়া শিখছে, রং শিখছে। তবে মানুষের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছে না। তাই সেগুলো ঠিক নয়। অন্যের সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারছে না। তাই তার সঙ্গে স্বাভাবিক কথা বলতে হবে। স্বাভাবিকভাবে কথা বলে তার কথা বলার অভ্যাস করতে হবে। এভাবে তার মানসিক বিকাশে সাহায্য করতে হবে।