আপনার শিশু সঠিকভাবে বেড়ে উঠছে?

বামনত্ব এক ধরনের শারীরিক সমস্যা এবং এর বিজ্ঞানভিত্তিক চিকিৎসা রয়েছে। শিশুর বৃদ্ধি একেক বয়সে একেক রকম হয়। সেটি না হলে বুঝতে হবে শিশু সঠিকভাবে বাড়ছে না।
কী করে বুঝবেন আপনার শিশু বাড়ছে না?
একটি শিশু যদি তার সমবয়সীদের তুলনায় কম উচ্চতাসম্পন্ন হয়, তবেই অভিভাবকরা এ নিয়ে চিন্তিত হতে পারেন। জেনে রাখুন, একেক বয়সের উচ্চতা বৃদ্ধির হার একেক রকম। দুই বছর বয়স পর্যন্ত শিশু বছরে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।
এরপর এ হার কমে আসে এবং পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই হার বার্ষিক ১০ থেকে ১২ সেন্টিমিটার হয়। ছয় থেকে সাত বছরে আরো কমে বছরে পাঁচ থেকে ছয় সেন্টিমিটার হারে বাড়ে। আবার বয়ঃসন্ধিকালে হঠাৎ করেই লম্বা হওয়ার প্রবণতা বাড়ে এবং বছরে ১০ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে থাকে। ১৪ থেকে ১৫ বছরের পর থেকে বৃদ্ধির হার আবারও কমতে থাকে, গড়ে এক সেন্টিমিটার বেড়ে চলে ১৯ থেকে ২১ বছর পর্যন্ত। উল্লেখ্য, এরপর বৃদ্ধি থেমে যায়।
সঠিক সময়ে এমন না হলে ভাবতে হবে শিশুর বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এমন হতে দেখলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা করুন।