ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ কী?

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নারীদের বেশি হয়। এটি বেশ অস্বস্তিকর একটি সমস্যা। কিছু জীবাণু, পরিচ্ছন্নতার অভাব ইত্যাদি কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সাধারণত প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব, জ্বর ইত্যাদি সমস্যা হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭২তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম। বর্তমানে তিনি কেজি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ কী?
উত্তর : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সাধারণত প্রস্রাবে জ্বালাপোড়া বা ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব ঠিকমতো না হওয়া, প্রস্রাব আটকে যাওয়া—এ ধরনের সমস্যা থাকতে পারে। অনেকে বলে তলপেটে ব্যথা হচ্ছে। আর এটি নিচের ট্র্যাক্ট থেকে যখন ওপরের ট্র্যাক্টে চলে যায়, তখন রোগী আমাদের কাছে জ্বর, কাঁপুনিসহ জ্বর, সেই সঙ্গে বমি, পিঠে ব্যথা—এ ধরনের অভিযোগ নিয়েও আসে। এ ধরনের লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।