শিশুর জন্মের সময় হাতে আঘাত : লক্ষণ কী?

অনেক সময় দুর্ঘটনাবশত জন্মের সময় শিশুর হাতে আঘাত লাগতে পারে। কী দেখলে বোঝা যাবে এ ধরনের সমস্যা হয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯১তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশে সব শিশুই ধাত্রী বা প্রশিক্ষিত ব্যক্তির অধীনে জন্মগ্রহণ করে না। কী দেখলে মায়েরা বুঝবেন শিশুর হাতে জন্মগত আঘাতজনিত সমস্যা রয়েছে?
উত্তর : মায়েরা শিশুর হাতে কাজকর্ম দেখেই বুঝতে পারে। দেখা যায়,যে হাতটা ভালো রয়েছে,সেই হাতের আঙ্গুলগুলো ভাঁজ হচ্ছে। আর যে হাতটি আক্রান্ত হয়েছে, সেই হাতটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে দেখা যায় একেবারে হচ্ছে না। একদম নড়াচড়া করে না। ওই হাতে দেখা যাচ্ছে আঙ্গুলগুলো কুকড়ে যাচ্ছে, আবার কিছুদিন পর দেখা যায় হাতে বিশেষ অক্ষমতা তৈরি হয়েছে। হাতের মুঠি ভাজ হয়ে থাকে, কনুই সোজা হয়ে যায়, আমরা বলি পলিশমেন্ট ডিফরমিটি। এর জন্যই নামকরণ এটা করা হয়েছে। এই সমস্যার জন্য হাতটা পেছনের দিকে যায় এবং বাঁকা হয়ে থাকে। হাত নাড়াচ্ছে না- এটি দেখে বুঝতে পারে।