প্রি-একলামসিয়া, একলামসিয়ার রোগীকে বাসায় প্রসব করানো ঠিক?

প্রি-একলামসিয়া ও একলামসিয়া গর্ভাবস্থার জটিল সমস্যা। এগুলো হলে কি বাসায় প্রসব করা উচিত?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৮তম পর্বে কথা বলেছেন ডা. শামীম নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রি-একলামসিয়া বা একলামসিয়ার রোগীকে বাসায় প্রসব করানো যাবে কি?
উত্তর : কোনোভাবেই বাসায় প্রসব করানো যাবে না। যখনই রোগ নির্ণয় হলো, প্রি-একলামসিয়া ধরা পড়ল, রক্তচাপ বেশি পাওয়া গেল, তখন আদর্শগতভাবে উচিত তাকে হাসপাতালে ভর্তি করে প্রেশারকে নিয়ন্ত্রণ করা। আমাদের আর্থসামাজিক অবস্থায় এটি হয় না বলে এই রোগীগুলো এসে আমাদের কাছে চেকআপ করবে। আমরা তাকে ওষুধ দেবো, পরীক্ষা করব, তাকে আমরা ফলোআপ করব যে প্রেশারটা নিয়ন্ত্রণ হলো কি না। নিয়ন্ত্রণ হলে এক ধরনের ব্যবস্থা নেব। না হলে আরেক ধরনের ব্যবস্থা নেব। তবে তার প্রসব হতে হবে অবশ্যই হাসপাতালে। কারণ, প্রি-একলামসিয়ার জটিলতাগুলোই হলো একলামসিয়া। একলামসিয়া হয়ে গেলে আর অপেক্ষা করার কোনো সময় থাকবে না, এটা ৩৪/৩৫/৩৭ সপ্তাহে হোক। যখন তার খিঁচুনি হলো, একটাই্ ব্যবস্থাপনা, আমার শিশুটাকে প্রসব করাতে হবে।
তাই আমার একটি বার্তা হবে, এ ধরনের রোগীগুলো যাদেরই প্রি-একলামসিয়া, একলামসিয়া, যাদের প্রেশার রয়েছে, নিয়মিত চেকআপে তাদের অবশ্যই যেতে হবে। প্রসবটা অবশ্যই তারা হাসপাতালে করাবে। এতে আমরা একজন মা ও একজন বাচ্চাকে নিরাপদ রাখতে পারব। আর আমাদের যে লক্ষ্য মাতৃমৃত্যুর হার কমানো, সেটি পারব।