শহরের পরিবেশে ফুসফুসের রোগ
বর্তমানে ঢাকা শহরের অন্যতম একটি সমস্যা বায়ুদূষণ। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ। বাড়ছে ফুসফুসের রোগ। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৪৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বর্তমানে তিনি বারডেম জেনারেল হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঢাকা শহরের জীবনযাপন ফুসফুসের রোগ তৈরিতে কী প্রভাব ফেলতে পারে?
উত্তর : অনেক বেশি প্রভাব ফেলতে পারে। আপনি দেখছেন, দিন দিন কিন্তু ফুসফুসের রোগীর সংখ্যার বেড়ে যাচ্ছে। মানুষের সিওপিডি বাড়ছে, অ্যাজমা বাড়ছে, চিকিৎসা বাড়ছে, রোগীর সংখ্যাও বাড়ছে। বাড়ার কারণ হচ্ছে পরিবেশদূষণ হচ্ছে আমাদের। ঢাকা শহরের বায়ুদূষণের মাত্রা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খুব খারাপ।
এটি প্রতিরোধ করার উপায় হলো, মানুষকে সচেতন করা। যে আইন রয়েছে, সেগুলো সঠিকভাবে প্রয়োগ করা। এটি না হলে আসলে এটা প্রতিরোধ করা যাবে না। ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, বায়ুদূষণের যে কারণ রয়েছে, সেগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়া।