কিডনি প্রতিস্থাপনের পর পরামর্শ

কিডনি প্রতিস্থাপন একটি জটিল বিষয়। এর পর রোগী ও দাতার কিছু বিষয় খেয়াল রাখতে হয়। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৬১তম পর্বে কথা বলেছেন ডা. হারুন অর রশিদ। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে কিডনি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কিডনি প্রতিস্থাপনের পর রোগী বা দাতার প্রতি আপনাদের কোনো পরামর্শ থাকে কী?
উত্তর : কিডনি ফাউন্ডেশনে প্রায় সাড়ে ৪০০ রোগীর কিডনি প্রতিস্থাপন সফলভাবে করেছি। আমাদের প্রত্যেকটি রোগী ও দাতার ডাটা নেওয়া রয়েছে। ট্রান্সপ্ল্যান্ট রোগীদের প্রতি তিন মাস পর পর আমরা দেখে থাকি। মাত্র ১০০ টাকা ভিজিট দিয়ে দেখা হয়। তাদের ল্যাব চার্জ ৫০ ভাগ ডিসকাউন্টে দেওয়া হয়। দাতারা এসে বিনা পয়সায় আমাদের দেখাতে পারে। তাদের আমরা ছয় মাস থেকে এক বছর পর দেখে থাকি। তাদের কিডনি খারাপ হওয়ার আশঙ্কা থাকে না। তবুও আমরা বলি কেবল কিডনি নয়, অন্য কোনো রোগ হলেও তোমরা আমাদের দেখাতে পারো। এটা কিডনি ফাউন্ডেশনে আমরা নিয়মিত করি।
যেহেতু কিডনি প্রতিস্থাপন একটি জটিল বিষয়, রোগীকে সারা জীবন ফলোআপ করতে হয়। তারা যেসব ওষুধ খায়, এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাদের সহজে সংক্রমণ হতে পারে। সেই জন্য সারা বছরই চিকিৎসকের পরামর্শের মধ্যে থাকতে হবে।