স্তন ক্যানসার : বাংলাদেশের প্রেক্ষাপট

নারীরা যত ধরনের ক্যানসারে আক্রান্ত হন, এর মধ্যে স্তন ক্যানসার বেশ প্রচলিত। এই ক্যানসার বাড়ছে, এমনটাই মত বিশেষজ্ঞদের।
বাংলাদেশের প্রেক্ষাপটে স্তন ক্যানসারের অবস্থা কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৭৮তম পর্বে কথা বলেছেন ডা. হাসান শাহরিয়ার কল্লোল। বর্তমানে তিনি ঢাকার প্রেসক্রিপশন পয়েন্টে সার্জিক্যাল অনকোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন নারীর যত রকম ক্যানসার হয়, এর মধ্যে এটার হার বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে স্তন ক্যানসারের অবস্থা কী?
উত্তর : আপনার প্রথম প্রশ্ন যেটি সেটি হলো, স্তন ক্যানসারে আমাদের দেশের অবস্থা কী। আসলে আমাদের দেশে সেই রকমভাবে কোনো জাতীয় পরিসংখ্যান এ পর্যন্ত করা হয়নি। তবে আমাদের যে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউ রয়েছে, সেখানকার কিছু পরিসংখ্যান রয়েছে, তারা যে ধরনের রোগী পায়, এর ওপর ভিত্তি করে তারা কিছু গবেষণা করেছে। আপনি যেটি বলেছেন ঠিক বলেছেন, আগে কিন্তু স্তন ক্যানসারের এত প্রাদুর্ভাব ছিল না। তবে তাদের সম্প্রতি যে ডাটা, তাতে দেখা যাচ্ছে নারীদের যত ধরনের ক্যানসার হয়, এর মধ্যে স্তন ক্যানসার সবচেয়ে বেশি। সুতরাং আমরা বুঝতে পারছি আগামী দিনে আমরা প্রচুর স্তন ক্যানসারের রোগী পেতে থাকব।