আক্কেল দাঁত ফেলার পর করণীয়
অনেক সময় সংক্রমণ বেশি হলে আক্কেল দাঁত ফেলে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আক্কেল দাঁত ফেলা বা আক্কেল দাঁতের সার্জারির পর কিছু বিষয় খেয়াল রাখা উচিত।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সার্জারির পরে একজন মানুষের কতদিন বিশ্রামের দরকার পড়ে?
উত্তর : সার্জারি দেয়ার পর সেলাই দেওয়া হয়। আমরা রোগীদের পরামর্শ দেই যে শক্ত কিছু খাবেন না। ব্যথা কমানোর জন্য আমরা ব্যথানাশক ওষুধ দেই। বিছানায় শুয়ে থাকার ওভাবে দরকার হয় না। তবে স্বাভাবিক কাজ করতে একটু তার অসুবিধা হয়। সে ক্ষেত্রে তাদের পরামর্শ মতো আমরা তাদের চলতে বলি, তখন সাধারণত সমস্যা হয় না। সমস্যা হয়ে গেলে আক্কেল দাঁত ফেলে দেওয়াই সমাধান। না ফেললে উপকার তো হয়ই না, এতে জটিলতা বাড়ে।