জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাক্সিনের খরচ কেমন?

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাক্সিন রয়েছে। এই ভ্যাক্সিন ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভ্যাক্সিনের খরচের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭৪তম পর্বে কথা বলেছেন ডা. রাইসা সুলতানা।
ডা. রাইসা সুলতানা বর্তমানে বিআরবি হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা গ্রামাঞ্চলে রয়েছে কি? এর খরচ কেমন?
উত্তর : এটি থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাচ্ছে। এর খরচ তেমন বেশি নয়। পাঁচ থেকে ছয় হাজার টাকা হলেই মোটামুটি একটি ডোজ শেষ করে নেওয়া যায়।
আর কোনো ক্যানসার ভ্যাক্সিন দিয়ে প্রতিরোধ করা যায় কি না, সেটি আসলে বলা মুশকিল। তবে সারভাইক্যাল ক্যানসার, যার ভয়াবহতা এত বেশি, যাকে কেবল ভ্যাক্সিন দিয়ে প্রতিরোধ করা যায়, তাকে প্রতিরোধ করা হবে না কেন। সুতরাং আমার একটি কথা বলার রয়েছে সবাইকে, আমরা সবাই একে স্ক্রিন করব, আমাদের কোনো অস্বাভাবিকতা হলে আমরা গাইনোকোলোজিস্টের কাছে যাব এবং ভ্যাক্সিন নেব।