আক্কেল দাঁতের সঙ্গে আক্কেলের সম্পর্ক রয়েছে?
অনেকে ভাবেন, আক্কেল দাঁতের সঙ্গে বুদ্ধিমত্তা বা আক্কেলের সম্পর্ক রয়েছে। তাই অনেক সময় আক্কেল দাঁত নিয়ে অসুবিধায় পড়লেও দাঁত ফেলতে অনীহা প্রকাশ করেন। তবে আসলেই কি আক্কেল দাঁতের সঙ্গে আক্কেলের সম্পর্ক রয়েছে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭২তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আক্কেল দাঁত ফেলার প্রতি অনেকের অনীহা কাজ করে। এর কারণ কী? তখন আপনারা কী পরামর্শ দেন?
উত্তর : আক্কেল দাঁত অসুবিধা করলে ফেলে দিতে হবে। আর কোনো উপায় নেই।
প্রশ্ন : অনেকে বলে আক্কেল দাঁত ফেলে দিলে আক্কেল নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে আপনারা মতামত কী?
উত্তর : আসলে তা নয়। আক্কেল দাঁতের সঙ্গে আক্কেলের কোনো সম্পর্ক নেই। অসুবিধা হলে বা যদি দাঁতটি রাখার মতো অবস্থা না হয়, তাহলে দাঁত ফেলে দেওয়াই ভালো।