সাধারণ ও যক্ষ্মাজনিত কোমরব্যথার পার্থক্য
মেরুদণ্ডের যক্ষ্মার একটি অন্যতম লক্ষণ হলো কোমরব্যথা। সাধারণ কোমরব্যথার সঙ্গে এই যক্ষ্মার কারণে হওয়া কোমরব্যথার পার্থক্য কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৬তম পর্বে কথা বলেছেন ডা. ইউসুফ আলী। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোপেডিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণ যে কোমর ব্যথা, এর সঙ্গে যক্ষ্মাজনিত কোমরব্যথার কোনো পার্থক্য রয়েছে?
উত্তর : পার্থক্য হলো এই যে বললাম সঙ্গে যেই লক্ষণগুলো সংযুক্ত সেগুলোও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যক্ষ্মাজনিত কোমরব্যথায় সাধারণত জ্বর, ক্ষুধামান্দ্য ইত্যাদি থাকতে পারে। পাশাপাশি কোমরব্যথা থাকতে পারে। তবে সাধারণ কোমরব্যথায় সাধারণত জ্বর, ক্ষুধামান্দ্য এসব বিষয় থাকে না।
এগুলো চিকিৎসকের কাছে পরীক্ষা-নীরিক্ষা করলে, একটি সাধারণ এক্স-রে, এমআরআই করলে ধরা যেতে পারে।