কিডনিতে যেসব রোগ হয়

কিডনি রোগ যেন বর্তমানে একটি আতঙ্কের নাম। বাংলাদেশে প্রায় দুই কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। সাধারণ থেকে শুরু করে অনেক জটিল ধরনের কিডনি রোগ রয়েছে।
কিডনি রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক. ডা. এম এ সামাদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাধারণত কী কী কিডনি রোগ হয়ে থাকে?
উত্তর : সবচেয়ে বেশি যেগুলো প্রচলিত, সিকেডি বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ। আকস্মিক কিডনি রোগ। ডায়াবেটিসজনিত কিডনি রোগ। উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ। বিভিন্ন ধরনের নেফ্রাইটিস (কিডনিতে যে ছাঁকনি থাকে, এর যদি কোনো প্রদাহ হয়, একে নেফ্রাইটিস বলে।), সেই সঙ্গে কিছু বংশগত কিডনি রোগ রয়েছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনিতে পাথর হওয়া, আবার কিডনিতে বা মূত্রনালিতে সংক্রমণ হতে পারে। মুত্রতন্ত্রের প্রদাহ বলা হয়। অনেক ধরনের কিডনি রোগ নিয়েই আমাদের কাছে আসে রোগীরা।