হার্ট অ্যাটাকের উপসর্গ কী?

বুকে ব্যথা, বুকে চাপ অনুভব করা, হার্ট অ্যাটাকের অন্যতম কিছু লক্ষণ। হার্ট অ্যাটাকের আরো লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৮তম পর্বে কথা বলেছেন ডা. ফারহাদ উদ্দিন।
ডা. ফারহাদ উদ্দিন বর্তমানে ল্যাব এইড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক হলে ওই সময়ে কী ঘটনা ঘটে ? হার্টের নিজস্ব কার্যক্ষমতায় কী প্রভাব ফেলে? এর কারণে একজন মানুষ বাহ্যিকভাবে কী ধরনের উপসর্গ অনুভব করবেন?
উত্তর : হার্ট অ্যাটাক হলে রক্তনালিতে চর্বি জমে এমন একটি অবস্থা সৃষ্টি হয় যে রক্ত প্রবাহিত হতে পারছে না, হার্টের একটি নির্দিষ্ট অংশে। আমরা সবাই জানি, হার্ট হলো একটি বড় মাংস পিণ্ড। যার কাজ হলো পাম্প করা। যেহেতু একটি অংশ দুর্বল হয়ে পড়ল, সেই মুহূর্তে পাম্পিং একশনটা কমে যায়। এর কারণে প্রধান লক্ষণ হলো বুকে ব্যথা, বুকে চাপ হওয়া একটা ব্যথা, এটা বুকের মাঝখানে থাকতে পারে। সেই ব্যথাটা হাতের দিকে, কিংবা গলার দিকে চেপে বসতে পারে। এ ছাড়া শ্বাসকষ্টও হতে পারে।
এই সময় আরো কিছু জটিলতার লক্ষণ দেখা দিতে পারে। অতিরিক্ত হৃদস্পন্দন হতে পারে, বুকে পানি জমতে পারে। এর কারণে শ্বাসকষ্ট হতে পারে। কিংবা দেখা যেতে পারে আমার মাথা ঘুরাচ্ছে, হার্টের গতি এত কমে গেছে যে রক্ত আর মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না। ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে পারে এবং জটিলতা অনুসারে উপসর্গ দেখা দিতে পারে।
প্রশ্ন : হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে বুকের ব্যথার ধরনটা কেমন হয়? কী ধরনের ব্যথা হলে অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে?
উত্তর : বুকের সব ব্যথা যেমন হার্টের ব্যথা নয়, এটা যেমন ঠিক, আবার হার্টের সব ব্যথাই হার্ট অ্যাটাক নয়। এটাও আমাদের বুঝে নিতে হবে। বুকে নানা কারণে ব্যথা হতে পারে। ফুসফুস রয়েছে, ইসোফেগাস রয়েছে, খাদ্যনালি রয়েছে, মাংস, হাড়, স্নায়ুগুলো রয়েছে। তবে হার্টের ব্যথার কিছু নির্দিষ্ট ধরন রয়েছে,এটি আমাদের চিনে নিতে হবে। এর মধ্যে হলো বুকে চাপ দিয়ে বসে রয়েছে, যেই ব্যথা। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাবে, আমি যে হাঁটাচলা করছি বা সিঁড়ি দিয়ে উঠানামা করছি, ভারী খাবার খেলাম ভরপেট করে, তখন আমার বুকের ভেতর চাপ দিয়ে ধরল, আমি যখন আবার বিশ্রাম নিচ্ছি, তখন আবার এ ব্যথটা কমে আসছে। এটাকে এনজাইনা বলা হয়। যখন এই ধরনের ব্যথা হবে, তখন একজন রোগী সন্দেহ করতে পারেন, সম্ভবত এই ব্যথাটি হার্ট থেকে হচ্ছে। কারো কারো বেলায় হয়তো গলা চেপে ধরছে- এমন ব্যথা হয়। কারো কারো দাঁতে ব্যথা হয়। হয়তো বুকে ব্যথা হচ্ছে না, তাকেও কিন্তু সন্দেহের মধ্যে থাকতে হবে, আমার একটু সতর্ক থাকা উচিত, যেকোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। ব্যথা ছাড়াও আমার হার্টের সমস্যা থাকতে পারে।
এ ছাড়া এগুলোর পাশাপাশি যখন হার্ট অ্যাটাক হয়, তখন যেটা হবে যে তীব্র ব্যথা, ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, শুয়ে বসে থাকলেও ব্যথা হবে। কোনোভাবেই ব্যথা কমবে না। কখনো না কখনো ব্যথা আর শ্বাসকষ্ট মিলে এমন অবস্থা তৈরি হয়, মনে হয় যে আমি মারা যাব। এ রকম যখন ব্যথা হবে তখন বুঝতে হবে, এটা হার্ট থেকে হচ্ছে, অতিদ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হার্টের চিকিৎসা হয়, এমন হাসপাতালে যেতে হবে।