গ্লুকোমাকে নীরব ঘাতক বলা হয় কেন?

গ্লুকোমা জটিল রোগ। একে নীরব ঘাতক বলা হয়। তবে এর কারণ কী? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৯তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।
ডা. শাহীন রেজা চৌধুরী বর্তমানে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গ্লুকোমাকে নীরব ঘাতক বলা হয় কেন?
উত্তর : গ্লুকোমাকে নীরব ঘাতক বলা হয়। কারণ আমি জানি যে আমার দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স, স্বাভাবিক। গ্লুকোমা রোগীরও দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স। তাহলে তার সমস্যাটা কোথায়? তার চারপাশ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন দেখা যাবে সে কিছুই দেখে না। ধীরে ধীরে চোখটা নষ্ট হয়।
অন্ধত্ব চিকিৎসা করে ভালো হবে না। তাহলে চিকিৎসা করব কেন? চিকিৎসা করব যতটুকু রয়েছে, এতটুকু ঠিক রাখার জন্য।
আসলে চোখের যেকোনো রোগ ধরা পড়ার জন্য পঁয়ত্রিশোর্ধ্ব সবাইকে স্ক্রিনিংয়ের জন্য যেতে হবে।