স্তন ক্যানসারের চিকিৎসায় করণীয়

স্তন ক্যানসারের আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে রয়েছে। স্তন ক্যানসারের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩৭তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা।
ডা. আফরিন সুলতানা বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসারের কী ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে?
উত্তর : আমরা চেষ্টা করি বাইরের দেশের যে চিকিৎসা ব্যবস্থা যতটুকু সম্ভব আমাদের দেশে তৈরি করার। আমি বলব যে অবশ্যই আমাদের দেশে যে স্তন ক্যানসারের চিকিৎসাটা সেটা অনেক উন্নত হয়েছে। আগে যেমন ধারণা ছিল যে স্তন ক্যানসার হলে স্তনটা কেটে ফেলতে হবে, সেটা ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। এখন কিন্তু সেই দৃশ্যটার অনেক পরিবর্তন হচ্ছে। এখন যত কম কাটাছেঁড়া করে রোগটা বের করা যায়, সেটিই আমরা চিন্তা করি।
যদি রোগীরা আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে আসেন, যদি সম্ভব হয়, আমরা চেষ্টা করি পুরো স্তনকে কেটে না ফেলে, টিউমারটাসহ এর আশপাশের কিছু অংশ কেটে ফেলে দিতে। এটি এখন বিশ্বব্যাপী গ্রহণযোগ্য চিকিৎসা। পুরো স্তনকে কেটে না ফেলে আমরা চিকিৎসা দিতে পারি, সেটি নির্ভর করবে রোগীর ওপর।