মূত্রতন্ত্রের পাথরের লক্ষণ কী?

মূত্রতন্ত্রের পাথর প্রচলিত সমস্যা। পেটের ওপরের অংশে বা পিঠের দিকে ব্যথা, সঙ্গে জ্বর, বমি ইত্যাদি মূত্রন্ত্রের পাথরের লক্ষণ। মূত্রতন্ত্রের পাথরের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩২তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ।
ডা. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : মূত্রতন্ত্রের পাথরের লক্ষণ কী?
উত্তর : অনেক সময় রোগীরা আসেন, তাদের পেটে ব্যথা রয়েছে, এটি নিয়ে। সাধারণত ব্যথাটা হয় ওপরের পেটে অথবা পিঠের দিকে। পাথর যদি নড়াচড়া করতে থাকে, কিডনির ভেতরে বা মূত্রনালির ভেতরে, সাধারণত ওই সময় ব্যথাটা হয়। মাঝেমধ্যে ব্যথা হচ্ছে, মাঝেমধ্যে ভালো রয়েছে। আর পাথর যদি কোনো জায়গায় বাধার সৃষ্টি করে, মূত্রনালি বা ইউরেটারের মধ্যে, রাস্তাটা যদি বন্ধ করে দেয়, প্রস্রাব যদি না বের হতে পারে, তখন কিডনি ফুলে যায়, তখন কিডনিতে ব্যথা হয়। তবে সবচেয়ে বেশি ব্যথা হয়, যখন এই পাথরগুলো মূত্রনালির ভেতর দিয়ে নিচে নামতে থাকে। একে আমরা ইউরেটারিক কলিক বলি। এই ব্যথাটা শুরু হয় সাধারণত পিঠের পেছন দিক থেকে। আর নিচে নামতে নামতে কুচকির দিকে যায়। এর সঙ্গে বমি, জ্বর এগুলো থাকতে পারে। আসলে প্রচণ্ড ব্যথা হয়।