কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ কী?

সাধারণত অন্ত্রের ক্যানসারকে কোলরেক্টাল ক্যানসার বলে। মলত্যাগে সমস্যা হওয়া, মলত্যাগের সঙ্গে রক্ত যাওয়া, তলপেট ব্যথা ইত্যাদি কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ। এ ছাড়া আরো লক্ষণ রয়েছে।
কোলরেক্টাল ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮১তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ কী?
উত্তর : এ ধরনের রোগীরা আমাদের কাছে যে ধরনের অসুখ নিয়ে আসে বা সার্জনের কাছে যায়, তার মধ্যে দেখা যায়, মলত্যাগ হয়তো পরিষ্কারভাবে হচ্ছে না, বাধা পাচ্ছে কিংবা মলত্যাগ করলে মলের মধ্যে রক্ত লেগে রয়েছে। অনেক সময় তলপেটে ব্যথা হয়। এ জাতীয় সমস্যা নিয়ে সাধারণত আমাদের কাছে আসে।
পরে লক্ষণগুলো আরো বাড়তে থাকে। কোলরেক্টাল ক্যানসার যদি ছড়িয়ে যায়, সে সংক্রান্ত লক্ষণগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে।