কী কী রোগের কারণে চুল পড়ে?
চুলপড়া নারী ও পুরষ উভয়েরই প্রচলিত সমস্যা। সাধারণত বংশগতি চুলপড়ার একটি অন্যতম কারণ। তবে কিছু রোগ রয়েছে যেগুলোর কারণেও চুল পড়তে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২১তম পর্বে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি ঢাকার পান্থপথে অবস্থিত স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেয়েদের চুলপড়ার ক্ষেত্রে কি বংশের পাশাপাশি অন্য কোনো বিষয় কাজ করতে পারে?
উত্তর : জ্বী পারে। এরপর আমি বলব, যেসব কারণে হয়, সেগুলো হলো ফাঙাস বা ব্যাকটেরিয়াজনিত কারণ। দেখা যায়, চুলের গোঁড়াতে অতিরিক্ত চামড়া জমছে এবং এখানে ফাঙাস রয়েছে। এ ফাঙাসের কারণে টাক পড়ছে। অথবা ভিটামিনের অভাবে হয়ে থাকে। আয়রনের ঘাটতি হলে মেয়েদের চুল পড়তে পারে। অথবা অন্যান্য ভিটামিনও দায়ী থাকতে পারে। যেমন : জিংক।
আমি যেটি বলছিলাম, রোগের কারণে হতে পারে। এর ভেতরে যেমন হতে পারে লাইকেন প্লেনাস। অথবা লোপাস ইরাইথ্রোমেটোসাস নামে রোগ রয়েছে। অথবা কোনো কোনো সময় চুলের যত্নের তারতম্যের জন্য চুল পড়ে যায়। একে টাক পড়া বলব না। এটি হলো চুল পাতলা হয়ে যাওয়া।