‘দেশেই এখন ক্যানসারের চিকিৎসা হচ্ছে’

দেশেই এখন ক্যানসারের চিকিৎসা হচ্ছে। আর দেশেই পাওয়া যাচ্ছে বিশ্বমানের ক্যানসারের ওষুধ। সুস্থ জীবন মেনে চললে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।
আজ বৃহস্পতিবার বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশ বাংলাদেশ এ আলোচনা সভার আয়োজন করে। রোশ বাংলাদেশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘আমরা পারি, আমি পারি।’
আলোচনা সভায় উপস্থিত বিশেষজ্ঞরা প্রাথমিক অবস্থায় ক্যানসার নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বেশির ভাগ সময়ই প্রথম অবস্থায় ক্যানসার রোগীরা চিকিৎসকের কাছে না যাওয়ার কারণে রোগটির পূর্বলক্ষণগুলোর ব্যাপারে অবগত থাকেন না।
বক্তারা বৈঠকে ক্যানসারের পূর্বলক্ষণ সম্পর্কে আলোচনা করেন। এগুলো হলো, সহজে ভালো হচ্ছে না এমন কোনো ক্ষত, অস্বাভাবিক রক্তক্ষরণ যেমন: প্রস্রাব ও মলের সঙ্গে রক্ত যাওয়া, স্তন বা দেহের যেকোনো স্থানে ব্যথাযুক্ত বা ব্যথাবিহীন ক্রমবর্ধমান পিণ্ডের সৃষ্টি, দীর্ঘদিন ধরে খাবার গিলতে অসুবিধা অথবা হজমে গণ্ডগোল, স্বাভাবিক মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন, তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন এবং দীর্ঘদিন ধরে খুসখুসে কাশি কিংবা হঠাৎ গলার স্বরের পরিবর্তন।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক মোফাজ্জেল হোসেইন, অধ্যাপক সেলিম রেজা, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, জন কবির, এলিটা করিম প্রমুখ।