কোলন ক্যানসারের ছয় লক্ষণ, এড়িয়ে যাচ্ছেন না তো?
সাধারণত বৃহদান্ত্রের ক্যানসার কোলন ক্যানসার নামে পরিচিত। ক্যানসারটি বেশির ভাগ ক্ষেত্রে অ্যাডিনোমাটোস পলিপ নামক কোষ থেকে শুরু হয়। কিছুদিন পর এই পলিপ কোলন ক্যানসারে বদলে যায়।
বেশি পরিমাণ চর্বিজাতীয় খাবার খাওয়া, ফাস্টফুড খাওয়া কোলন ক্যানসারের একটি বড় কারণ। এ ছাড়া বয়স, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদির কারণেও কোলন ক্যানসার হয়। প্রাথমিক অবস্থায় কোলন ক্যানসার ধরা পড়লে বেশির ভাগ ক্ষেত্রেই নিরাময় করা সম্ভব।
তাই কোলন ক্যানসারের লক্ষণগুলো আগে থেকে জানা থাকলে রোগ সম্পর্কে ধারণা করা সহজ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ফ্যামিলি হেলথ ফ্রিডম নেটওয়ার্ক জানিয়েছে কোলন ক্যানসারের ছয় লক্ষণের কথা।
১. ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানায় কোনো পরিবর্তন হওয়া।
২. পায়খানার সঙ্গে রক্ত যাওয়া।
৩. পেটে অস্বস্তি ভাব হওয়া, যেমন—ব্যথা, গ্যাসের সমস্যা ইত্যাদি।
৪. পায়খানা ভালোমতো শেষ হয়নি এমন অনুভূতি হওয়া।
৫. দুর্বলতা ও অবসন্ন বোধ হওয়া।
৬. হঠাৎ অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া।
এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন।