ডায়াবেটিসে চোখের সমস্যা, দরকার সচেতনতা

ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথ হওয়ার আশঙ্কা থাকে। এতে চোখের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। নালি থেকে অনেক সময় রক্তক্ষরণ হয়। তবে প্রতিরোধ করলে সমস্যাটি হওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৪৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন পিরোজপুর সদর হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ডা. মো. সায়েদুল হক।
প্রশ্ন : ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রতিরোধে কী করবে?
উত্তর : ডায়াবেটিস যাঁদের রয়েছে, তাঁদের ১৩ ভাগের ক্ষেত্রে রেটিনোপ্যাথি হবে এবং এটি ১০/২০ বছরের মধ্যেই হবে। আরো যত সময় যাবে, তত বাড়বে। তাহলে এই যার ডায়াবেটিস রয়েছে, এই জ্ঞান যদি তার থাকে যে আমার সামনে এই বিপদ রয়েছে, তাহলে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এখন সমস্যা দুটি। একটি হলো যে সে হয়তো জানে না। আরেকটি হলো সে জানবে এই প্রক্রিয়া নেই। তবে এখন সচেতনতা তৈরির অনুষ্ঠান পৃথিবীব্যাপী করা হচ্ছে। আমাদের এখানেও করা হয়।
এই সচেতনতা তৈরিটা খুব জরুরি বিষয় যে ‘তোমার এই সমস্যা, তোমার সামনে এই বিপদ’। এটা যদি জানা থাকে, তাহলে প্রতিরোধ করা সম্ভব।