নারীদের ক্ষেত্রে কোমর ব্যথা কেন বেশি হয়?

সাধারণত নারীদের ক্ষেত্রে কোমর ব্যথা বেশি হয়। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৯১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. জাভেদ রশীদ। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : নারীদের ক্ষেত্রে কি কোমর ব্যথা রোগটি বেশি হয়?
উত্তর : আমাদের দেশে যেসব রোগী দেখি তার মধ্যে নারীদের মধ্যে এই জিনিসটি বেশি দেখি। কারণ অঙ্গবিন্যাসের বিষয়ে নারীরা যথেষ্ট সচেতন নন। যেমন ধরুন অনেকে হয়তো চেয়ারের হাতলে শুয়ে টিভি দেখছেন, বা বটিতে বসে তরকারি কাটছেন। অথবা সামনে ঝুঁকে ঘরের কাজ করছেন। এর পর যেই ভারটা নিতে অভ্যস্ত নন, সেই ভারী জিনিসটি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে গেলেন। এ রকম করে অনেক নারীই আক্রান্ত হচ্ছে। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে আমরা কোমর ব্যথা বেশি দেখি।