ফিডার পোস্টে মেয়াদ ছয় মাস থেকে দুই বছর করার দাবি ড্যাবের

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছর থাকা বাধ্যতামূলক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ রোববার (২৩ মার্চ) ড্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে সিভিল সার্জন ও সহকারী পরিচালক পদে পদোন্নতির জন্য ফিডার পোস্টে পাঁচ বছর থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যা ইতিপূর্বে কোনো নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছিল না। ক্ষেত্র বিশেষে সরকার কর্তৃক প্রমোশনের জন্য সিভিল সার্জন পদায়নের ক্ষেত্রে দুই বছর ও সহকারী পরিচালক পদে পদোন্নতির ক্ষেত্রে ছয় মাস থাকলেই ফিডার পোস্ট হিসেবে গ্রহণ করা হতো।’
ড্যাব নেতারা বলেন, ‘ফিডার পোস্টে পাঁচ বছর বাধ্যতামূলক থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর চিকিৎসকদের সুবিধা প্রদানের বিশেষ ব্যবস্থা মাত্র।’
ফিডার পোস্টে পূর্বের ন্যায় ক্ষেত্র বিশেষে ছয় মাস থেকে দুই বছর করার জোর দাবি জানিয়েছেন তারা।