অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক কামিন্স, সহঅধিনায়ক স্মিথ
বিতর্কিত ম্যাসেজ পাঠানো কাণ্ডে জড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন টিম পেইন। নতুন অধিনায়ক হিসেবে পেস বোলার প্যাট কামিন্সকে বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
একই সঙ্গে সহ-অধিনায়কও বেছে নিয়েছে অসিরা। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে নেতৃত্ব হারানো স্টিভেন স্মিথকে এবার টেস্টের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার সাদা-পোশাকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল সিএ।
নেতৃত্ব পাওয়ার সঙ্গে নতুন রেকর্ডও গড়লেন কামিন্স। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো পেসার হিসেবে অধিনায়কত্ব পেলেন কামিন্স।
অস্ট্রেলিয়ার নেতৃত্ব পেয়ে উচ্ছ্বাসিত কামিন্স বলেন, ‘গ্রীষ্মের আগে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। অপ্রত্যাশিত এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ ও আগ্রহভরে সামনে তাকিয়ে আছি। গত কয়েক বছরে টিম পেইন যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আশা করি আমিও তেমনভাবে দিতে পারব।’
নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা খুব একটা নেই প্যাট কামিন্সের। শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসের হয়ে গত মৌসুমে ঘরোয়া একটি টুর্নামেন্টের চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার অস্ট্রেলিয়ার জাতীয় দলের নেতা হিসেবে কেমন করেন সেটাই দেখার।
বিতর্কিত কাণ্ডের পর ফের অস্ট্রেলিয়ার দায়িত্ব পেয়ে খুশি স্টিথও। এই অসি তারকা বলেন, ‘দলের নেতৃত্বে ফিরতে পেরে আমি খুশি এবং যেকোনো ভাবে প্যাটকে সাহায্য ও সহায়তা করতে মুখিয়ে আছি। আমরা অনেক বছর ধরে একসঙ্গে খেলছি, নিজেদের নেতৃত্বের ধরন আমরা জানি।’
দ্য হেরাল্ড সানের প্রতিবেদন অনুযায়ী, সাবেক তাসমানিয়া ক্রিকেট দলের এক কর্মচারীকে ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজের আগে অশ্লীল ম্যাসেজ পাঠান পেইন। সেই নারীর অভিযোগের ভিত্তিতেই পেইনের বিরুদ্ধে তদন্তে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া, এরপরেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা দেন এই উইকেটকিপার ব্যাটার।