চট্টগ্রামের সামনে মামুলি লক্ষ্য দিল মুশফিকের ঢাকা
জিতলেই ফাইনাল, হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বেক্সিমকো ঢাকা। চট্টগ্রামের বোলার শরিফুল-মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়েছে ঢাকার ব্যাটিং। তাই চট্টগ্রামের সামনে ১১৭ রানের মামুলি লক্ষ্য দিয়েছে মুশফিকুর রহিমের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১১৬ রান করে বেক্সিমকো ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মুশফিক ও আল আমিন।
আজ মঙ্গলবার ওপেনিংয়ে পরিবর্তন এনে ব্যাট করতে নামে ঢাকা। অবশ্য তাতে সাফল্য মেলেনি। দলীয় ১৯ রানে ভাঙে ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে শট খেলতে গিয়ে মিড উইকেটে সৈকত আলীর হাতে ক্যাচ তুলে দেন ওপেনার সাব্বির রহমান। ১১ রান করেন তিনি। এরপর ৭ রানে মুক্তারকে বিদায় করেন নাহিদুল।
তিনে ব্যাট করতে নামা মোহাম্মদ নাঈমকে ফেরান রাকিবুল হাসান। ডিপ মিডউইকেট অঞ্চলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই ব্যাটসম্যান। ফেরার আগে ১৭ বল মোকাবিলা করে ১২ রান করেন তিনি।
চমৎকার ক্যাচ ধরে মুশফিককেও বিদায় করেন রাকিবুল। ১৩.২ ওভারে সৈকতের বলে স্কয়ার লেগ অঞ্চলে অনেক কঠিন ক্যাচ তালুনন্দি করেন রাকিবুল। ৩১ বলে ২৫ রান করেন ঢাকার অধিনায়ক। ছন্দে থাকা ইয়াসিরও এদিন দায়িত্ব নিতে পারেননি। মুস্তাফিজের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপারের হাতে তুলে দেন ইয়াসির (২৪)।
কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন আল আমিন। ১৮.২ ওভারে ২৫ রানে তাঁকে বোল্ড করে সেই চেষ্টাও ব্যর্থ করে দেন মুস্তাফিজ। পরের বলে একইভাবে নাসুম আহমেদকেও বোল্ড করেন মুস্তাফিজ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে বেশিদূর যেতে পারেনি ঢাকা। শেষ পর্যন্ত ১১৬ রানেই থেমে যায় মুশফিকের দল।
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১১৬/১০ (সাব্বির ১১, মুক্তার ৭, নাঈম ১২, মুশফিক ২৫, ইয়াসির ২৪, আল আমিন ২৫, আকবর ২, নাসুম ০, রুবেল ২, রবি ৩; রাকিবুল ৪-০-২৬-১, নাহিদুল ৪-০-১৫-১, শরিফুল ৪-০-১৭-২, মুস্তাফিজ ৪-০-৩২-৩, সৈকত ৪-০-২২-১, সৌম্য ১-০-৩-১)।