ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মুস্তাফিজ
দেখতে দেখতে শেষ হয়ে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল টুর্নামেন্টটির। আজ শুক্রবার শিরোপা নির্ধারিণী ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে জেমকন খুলনা।
টুর্নামেন্টে ব্যাট হাতে ৩৯৩ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন চট্টগ্রামের ডানহাতি ওপেনার লিটন দাস।
অন্যদিকে সেরা বোলারও হয়েছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বোলার মুস্তাফিজুর রহমান। বলহাতে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা উইকেট সংগ্রাহক হলেন কাটার মাস্টার। সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার হওয়ায় দুই লাখ টাকা করে পেয়েছেন লিটন ও মুস্তাফিজ।
এদিন ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রানে থামে গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ দিনে ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
সেরা বোলার
১. মুস্তাফিজুর রহমান (গাজী গ্রুপ চট্টগ্রাম)- ২২ উইকেট
২. মুক্তার আলী (বেক্সিমকো ঢাকা)- ১৭ উইকেট
৩. কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) – ১৬ উইকেট
৪. শরীফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম)- ১৬ উইকেট
৫. শহীদুল ইসলাম (জেমকন খুলনা)- ১৫ উইকেট
সেরা ব্যাটসম্যান
১. লিটন দাস (গাজী গ্রুপ চট্টগ্রাম) – ৩৯৩
২. তামিম ইকবাল (ফরচুন বরিশাল)- ৩২৪
৩. নাজমুল হোসেন শান্ত (মিনিস্টার গ্রুপ রাজশাহী) – ৩০১
৪. ইয়াসির আলী রাব্বি (বেক্সিমকো ঢাকা) – ২৯৪
৫. সৌম্য সরকার (গাজী গ্রুপ চট্টগ্রাম) – ২৯২